নিজস্ব প্রতিনিধি:
মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার দুপুরে ইমার্জিং এশিয়া কাপ খেলার জন্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাতক্ষীরায় মেয়ে মুমতা হেনা হাসনাত (সিন্থিয়া) সহ ইমার্জিং এশিয়া কাপের সদস্যরা। এবারের ইমার্জিং এশিয়া কাপে মেয়েদের এই আসর এশিয়ার চার দেশকে নিয়ে মাঠে গড়াবে ২২ অক্টোবর। শায়লা শারমিনের নেতৃত্বে শ্রীলঙ্কার কলম্বোতে ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশের নারীরা। লীগ পর্বে ২৩ ও ২৫ তারিখ যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিটি দলই একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২৭ অক্টোবর খেলবে টুর্নামেন্টের ফাইনালে। দেশ ছাড়ার আগে নিজ ও নিজ দলের সতীর্থদের জন্যে দোয়া চান মমতা হেনা হাসনাত সিন্থিয়া। বাংলাদেশ নারী ইমার্জিং দল : শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, সোবাহানা মুস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, মুমতা হেনা হাসনাত সিন্থিয়া, ইসমা তানজীম, রুবায়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, রাবেয়া, ফারিয়া ইসলাম ত্রিসনা ও সুমাইয়া আক্তার। স্ট্যান্ডবাই : লাবনী আক্তার, জিনাত এশিয়া অর্থি ও তাজিয়া আক্তার।