হাসান হাদী : সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক লম্পট মোঃ আসাদুজ্জামান(৯১২৭)-কে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়েছে। গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করার সুবিধা নিয়ে একের পর এক ছাত্রীদের ব্লাকমেইলকারী নারীলোলুপ লম্পট আসাদুজ্জামান সম্প্রতি এক নারী এনজিওকর্মীসহ ধরা পড়েন। তার বাড়ি যশোর জেলার বাগআঁচড়ায়। ইতিপূর্বে এই শিক্ষক অসংখ্য ছাত্রীর সাথে অশালীন আচরণ করেছেন বলে জানিয়েছেন কয়েকজন ছাত্রী।
লম্পট আসাদুজ্জামন ২ সন্তানের জনক। তার কন্যা উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী এবং পুত্র ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ছেলে-মেয়ে নিয়ে তার স্ত্রী বাগআঁচড়াতেই থাকেন। আর সেই সুযোগে আসদুজ্জামান একের পর এক বিভিন্ন মেয়ের সর্বনাশ করে যাচ্ছেন। এই আসাদুজ্জামান তার ঘনিষ্ঠদের নিজের মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে বলেন, “আমিতো প্লে-বয়, আমার ৬০/৬২টা ডার্লিং সবসময় থাকে।”
গত ১১ মার্চ আসাদুজ্জামান এক এনজিওকর্মীকে নিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল খুলনা রোড মোড়ের কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ৫ম তলার চিলেকোঠায় ভাড়া করা রুমে নিয়ে ফূর্তি করছিলেন। ইতিপূর্বেও ওই শিক্ষক সেখানে অনেক মেয়েকে নিয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। একে একে বিষয়টি জানাজানি হলে সর্বপ্রথম ডেইলি সাতক্ষীরায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নারীসহ ধরা খেলেন সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান লম্পট আসাদুজ্জামান
যদিও সাতক্ষীরা সরকারি কলেজ প্রশাসন ক্ষিপ্রতার সাথে আটক শিক্ষক ও মেয়েটিকে নিয়ে পুলিশ পৌঁছানোর পূর্বেই সরকারি কলেজে চলে যায়। তবে, পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হলে শিক্ষা মন্ত্রণালয় আসাদুজ্জামানকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করে।
তার বদলির আদেশে বলা হয়েছে ২৭ মার্চ ২০১৭ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে বলে গণ্য হবেন।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ আসাদুামানের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।