মাহফিজুল ইসলাম আককাজ : সাতীরার শহর বাইপাস সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে সাতীরা মেডিকেল কলেজ সংলগ্ন সড়কের পাশে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সাতক্ষীরার বাইপাস সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সাতক্ষীরা জেলাবাসীর সামগ্রীক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং যানজটমুক্ত ও নান্দনিক শহরে পরিণত হবে। তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সাতক্ষীরার বাইপাস সড়ক এখন স্বপ্ন নয় বাস্তবে পরিণত হতে যাচ্ছে। এটি ২০১৮ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হবে এবং সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের দীর্ঘ স্বপ্ন পূরণ হবে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগের সাতীরা জেলার নির্বাহী প্রকৌশলী মঞ্জরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন, ডা. কাজী আরিফ আহমেদ, ঠিকাদার কাজী মোজাহেরুল হক, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।
উল্লেখ, ৮৪ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ১২.৩৫০ কিলোমিটারের এ বাইপাস সড়কে ৩৭টি কালভার্ট স্থাপন করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানান বাইপাস সড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান। বাইপাস সড়কটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হতে বিনেরপোতা ভায়া সরকারি পলিটেকনিক কলেজ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, ফারহা দিবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, মীর মহী আলম, তাঁতী লীগের সভাপতি মীর শাহীন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট