প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় প্রয়াত আবু নাসিম ময়না’র একমাত্র সন্তান ‘আসিফ ইকবাল হীরক’ আজ ২৬ অক্টোবর ২০১৯ বিকাল ৩:৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাতক্ষীরা সুলতানপুরস্থ তাঁর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু, নাসরীন খান লিপি, মনজুরুল হক, কামরুল ইসলাম ফারুক, খায়রুল বাসার, সাইফুল করিম সাবু, মোজাম্মেল হোসেন, শামীমা পারভীন রত্না, শেখ মোশফেকুর রহমান মিল্টন, দিলরুবা রুবি, চৈতালী মুখার্জি, কবির আহমেদ, শেখ সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, আহমদুল হক সমীর, নাহিদা পারভীন পান্না, শাপলা, অজয় সাহা, কামরুল ইসলাম, জামি, শোভন, সজল, নয়ন, মনিরুল, দীপক, অমিত, শ্যামল সরকার, শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, শহীদুর রহমান, পলটু বাসার, গাজী শাজাহান সিরাজ, সুমন কায়সার, মনিরুজ্জামান ছট্টু, স ম তুহিন, শুভ্র আহমেদ, সায়েম ফেরদৌস মিতুল, হাফিজুর রহমান, নুরুজ্জামান সাহেব, অমৃতা দত্ত, শবনম রোজ, আইরিন পারভীন অন্না, সাব্বির আহমেদ, সৈয়দ একতেদার আলী, পলাশ রহমান, রঞ্জু আহমেদ, শ্রেয়সী ঢালি পুজা, কেয়া ঢালি প্রমূখ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিশ্বভরা প্রাণ, আসাফো, উদীচী, জেলা শিল্পকলা একাডেমি, জেলা সাংস্কৃতিক পরিষদ, জেলা সাহিত্য পরিষদ, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাব, লিনেট ফাইন আর্টস একাডেমি, বর্ণমালা একাডেমি, আজমল স্মৃতি সংসদ, সাত সুরে আমরা, অধীতি, দীপালোক একাডেমি, নবধারা একাডেমি, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী, নলকুড়া নাট্যগোষ্ঠী, শিল্পায়ন একাডেমি, নজরুল একাডেমি, সব্যসাচী আবৃত্তি সংসদ, প্রাণকেন্দ্র, সপ্তসুর, আরাধনা একাডেমি, সবুজ সংঘ, তরী ব্যান্ড।
হিরকের অকাল মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক
পূর্ববর্তী পোস্ট