প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে ৬ আগষ্ট বুধবার সকাল ১০টার সময় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এড মো: আকবর আলীর সভাপতিত্বে ও এড নুরুল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম , এ্যাডঃ এ,বি,এম,সেলিম , এ্যাডঃ মোস্তফা জামান , এ্যাডঃ গোলাম গনি দুদু , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ তোহা কামাল উদ্দিন হীরা , এ্যাডঃ ইমরান শাওন, এ্যাডঃ শাহরিয়ার হাসিব ।
উপস্থিত ছিলেন বিশেষ পি,পি, এ্যাডঃ আলমগীর আশরাফ এ্যাডঃ আবু সাইদ রাজা , এ্যাডঃ শহীদ হাসান , এ্যাডঃ ফেরদৌসী ইফতেখার লুসী , এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ জিয়াউর রহমান , এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ , এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫) এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ এস,এম, সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ আলতাফ হোসেন , এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন ,এ্যাডঃ তারিফ ইকবাল অপু , এ্যাডঃ নজরুল ইসলাম , এ্যাড: শফিকুল ইসলাম, এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ মাগফুর রহমান , এ্যাডঃ এস,এম,সালাহউদ্দিন , এ্যাডঃ আইয়ুব আলী , এ্যাডঃ মোঃ শাহজাহান আলী । নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরদের বিচার দ্রুত বিচার করতে হবে ।
জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় । আহতদের সুস্হতা কামনা করা হয় এবং আহত , পঙ্গুদের চিকিৎসার খরচ সরকারকে দিতে হবে বলে দাবী জানানো হয় । আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রয়ারী মাসে দিতে হবে এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানানো হয় । আলোচনা সভা শেষে শহরে বিজয় মিছিল করা হয় ।