নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তালায় সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পে (ফেজ-১) এর আওতায় তুলাচাষীদের উদ্ধুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জনের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জনের তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম,চুকনগর কটন ইউনিট অফিসার হুমায়ুন কবীর,তালা ইউনিট মোঃ রফিকুল ইসলাম, কৃষক আবুল কালাম মাহমুদ,ইনছার আলী প্রমুখ। উদ্ধুদ্ধ করণ সভায় তুলা চাষীসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহন করেন।
উদ্ধুদ্ধ করণ সভার আগে তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের তুলা চাষের ক্ষেত পরিদর্শন করে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ।
এসময় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন,তুলা চাষের আর্থিক লাভবান হওয়ার কথা তুলে ধরে বলেন, এবছর যশোর জনের ৩১২৫ জমিতে তুলা চাষের আবাদ হয়েছে। চাষীরা প্রতি বিঘা জমিতে ১৬-১৮ মন তুলা উৎপাদন করছে।