প্রেস বিজ্ঞপ্তি: ব্রেকিং দ্য সাইলেন্স-র আয়োজনে ব্র্যাক এর সহযেগিতায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মহিলা অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক লুৎফুর নাহার বিথী, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মোঃ রবিউল আলম, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু সহ শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থীবৃন্দ। অতিথিগন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে নির্যাতন, যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণ, শিশু শ্রম, শ্রেনিকক্ষে বা বিদ্যালয়ে নির্যাতন ও বাল্যবিবাহের উপর আলোকপাত করেন। উক্ত বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। স্কুল ক্যাম্পেইন এ নারী ও শিশুর উপর সকল প্রকার নির্যাতনকে না বলুন, এই শ্লোগানকে সমর্থন করে শিক্ষার্থীরা গনস্বাক্ষর করেন।
কারিমা হাইস্কুলে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট