বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আঘাত হানতে পারে এটি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাকে ১০ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এ দূর্যোগ মোকাবেলায় নিজের ফেসবুক পেজে সকলকে সতর্ক থাকা, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি।
তিনি বলেন, আবহাওয়া অধিপ্তরের সংকেত অনুযায়ী সকলে সতর্ক থাকুন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নিন। সকলে নিরাপদে থাকুন এবং বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। প্রেস বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় বুলবুলে উপকুলবাসীকে সতর্ক থাকার আহ্বান ডা: রহুল হক এমপির
পূর্ববর্তী পোস্ট