আবু ছালেক :   সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটর সাইকেলের সাথে মোটরভ্যানের  মুখোমুখি সংষর্ষে একজন নিহত হয়েছে। নিহত খলিষখালী গ্রামের জ্ঞানেন্দ্র দেব নাথের পুত্র অমিত কুমার দেবনাথ (৪৮)। জানা গেছে খলিষখালী বাজারের সৌরভ বুক সেন্টারের সত্বাধিকারি বই অমিত কুমার দেবনাথ, বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টার সময় অমিত  মোটর সাইকেলযোগে পাটকেলঘাটা বাজারে আসার পথিমধ্যে আচিমতলা বাবুর ভাটা  নামক স্থানে পৌছালে খলিষখালীগামী একটি মোটরভ্যানের  সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অমিত কুমার নাথকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। অমিত কুমার দেবনাথের মৃত্যুতে  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা  সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির আহবায়ক  সাইফুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক কাইয়ুম সরকার,মো: আবু ছালেক,সদস্য মাও: আফছার উদ্দীন,ছফিউল্লাহ ভুইয়া সাগর,জাহাংগির হোসেন,মনজুর খান চৌধুরি চন্দন,মিলন আহম্মেদ,মিহির কুমার বিস্বাষ,আ জ মো: নাসির উদ্দীন,তাইজুল ইসলাম,সামিউল ইসলাম,তাহের হোসেন,সামছুর রহমান  মোস্তাফিজুর রহমান,সহ তালা,কলারোয়া,আশাশুনি,দেবহাটা,
			সাতক্ষীরা পুস্তক ব্যবসায়ীর শোক
					পূর্ববর্তী পোস্ট
				
				
					
