আবু ছালেক : রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার প্রথমদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯০ জন ছাত্র-ছাত্রী পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রাথমিক পর্যায়ে ছাত্র ৬ জন ছাত্রী ২ জন, মাদ্রাসা পর্যায়ে ছাত্র ১৪ জন,-ছাত্রী ১১ জন সহ ৩৩ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। প্রথম দিন ইংরেজি বিষয়ের উপর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিবের দায়িত্ব ছিলেন গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাহাজউদ্দিন, হল সুপারের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম,সহকারি হল সুপারের দায়িত্ব ছিলেন মোহসিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি হিসেবে কেন্দ্রে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের জুনিয়র অফিসার আব্দুল মুকিত।