প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মসূচির সাথে মিল রেখে সাতক্ষীরাতে ব্যতিক্রমী ও বহুমাত্রিক উৎসবের কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে এই লক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় গত ২৩ নভেম্বর বিকাল ৪টায় উপজেলা কর্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্নসাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, ডাঃ শহিদুল চৌধুরী দুলু, মাষ্টার নির্মল কুমার দাস। সভায় স্থানীয়দের মধ্যে অংশগ্রহন করেন উপজেলা সহ-সভাপতি মাষ্টার আবুল কালাম, যুগ্ন-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ও ইয়াছিন হায়দার, সাংগঠনিক সম্পাদক সহদেব দাশ,অর্থ সম্পাদক সোস্তাফিজুর রহমান মিলন, দপ্তর সম্পাদক মাষ্টার চন্দ্র শিখর, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক শেখ সাইজুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক সরফুদ্দীন, ত্রাণ সম্পাদক হাফিজুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল্লাহ ও মোস্তফা সরদার প্রমুখ। মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম স্বরচিত প্রবন্ধ ” অসঙ্গতি আর বিকৃতি ” বিষয়ক প্রকাষিত বই কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ কে উপহার দেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বহুমাত্রিক উৎসব আয়োজনে আশাশুনিতে মতবিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট