তালা প্রতিনিধি : তালায় কবি সিকান্দার মেলা থেকে ফেরার পথে রাস্তায় দড়ি টানিয়ে মোটর সাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ সময় মোটর সাইকেলের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে তালা-মহান্দী সড়কের লণ ঘোষের আম বাগান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ১০০ সিসি হিরোহোন্ডা প্লাস মোটর সাইকেলসহ (সাতীরা-হ-১৩-৯১৪৪) কাছে থাকা সর্বস্ব নিয়ে যায়। এসময় গাড়ির চালকসহ সাথে থাকা দুই জনকে বেধড়ক মারপিট করে বেঁধে রাখে ছিনতাইকারীরা। বর্তমানে আহতরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলো তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের রনজিৎ সরদার (৬০), তাঁর পুত্র পঙ্কজ সরদার (৩২) ও শংকর সরদার (২৫)।
আহত রনজিৎ সরদার জানান, সিকান্দার মেলায় অনুষ্ঠিত লটারি খেলায় তারা কয়েকটি টিকিট কেটেছিলেন। খেলা দেখতে মোটর সাইকেলে তিনি ও দুই ছেলে সন্ধ্যায় কবি সিকান্দার মেলায় গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে লণ ঘোষের আমবাগান এলাকায় পৌঁছালে সড়কে রশি টানিয়ে গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় তারসহ দুই ছেলেকে বেধড়ক মারপিট করে বেঁধে রেখে মোটর সাইকেলসহ কাছে থাকা সব কিছু নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার রাজিব সরদার জানান, রাত ৩ টার দিকে আহত তিন জন ভর্তি হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তালা থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল কবির মাসুদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী পোস্ট