অপ্রতিম: নর্থ কোরিয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে ভূকম্পনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পনের সৃষ্টি হয়। সাউথ কোরিয়ান সংবাদ মাধ্যম ইয়োনহাপ এটিকে ‘কৃত্রিম ভূমিকম্প’ বলে মন্তব্য করেছে।
নর্থ কোরিয়া থেকে এখনো প্রাতিষ্ঠানিক কোনও বক্তব্য জানা যায় নি। তবে পূর্বে এ ধরনের ভূমিকম্পের ঘটনাগুলো পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের আশপাশে হওয়ায় এই আশঙ্কা জোর হচ্ছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সকালের এই ভূমিকম্পকে একটি বিস্ফোরণ বলে চিহ্নিত করেছে।
কিন্তু সাম্প্রতিক উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদনে দেশটির পানগি-আরআই পারমাণবিক সাইটে বাড়তি কার্যকলাপের ইঙ্গিত পাওয়া গেছে। এসব পঞ্চম পারমানবিক পরীক্ষার আসন্ন ইঙ্গিত বলে অনেকে বলছেন।
কিন্তু গত জানুয়ারি মাসেই নিজেদের সর্বশেষ পারমানবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপরে আরো কয়েক দফায় দেশটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।