মামুন, শ্যামনগর: অনেক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯শে ডিসেম্বর ২০১৯ রোজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে সকাল ১১ ঘটিকা হইতে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৩ জন ভোটারের মধ্যে ৬টি পদে ১৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল দত্ত ও মোঃ মনিরুল ইসলাম শান্তিপূর্ণ ভাবে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে ভোট গননায় ৩৭ ভোট পেয়ে সভপতি নির্বাচিত হন বিকাশ ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা মাদার আঢ্য ২৫ ভোট পান, সহ-সভাপতি নির্বাচিত হন সমিরন দে ৩৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি হাসান তালুকদার ১৯ ভোট পান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশ্বজিত মন্ডল ৪৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি নন্দলাল পাল ১৪ ভোট পান, যুগ্ন সাধারণ সম্পাদ নির্বাচিত হন উত্তম দে ৩২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি দিপংকর দে ২৯ ভোট পান ও সদস্য নির্বাচিত হন ৪জন ১) কার্তিক কর্মকার ৪১ ভোট পান ২) রনজিত বিশ্বাস ৪০ ভোট পান ৩) আনন্দ দে ৩৬ ভোট পান ৪) গোপাল দে ৩৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। এবং ৯ সদস্য কমিটির মধ্যে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন ক্যাশিয়ার মোহাতাব উদ্দীন মনিরুল।
পূর্ববর্তী পোস্ট