ভিন্ন স্বাদের খবর: সাতজন সচিবের ভুয়া জন্মতারিখ নিয়ে সাংবাদিকদের সাথে রসিকতায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয়ের সাতজন সচিব একইদিনে অবসরে গেছেন সোমবার (৩০ ডিসেম্বর)। এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে বিদায় নিতে যান। প্রধানমন্ত্রী তখন আগেরদিনে স্কুলের শিক্ষকরা যে একইদিনে অনেক ছাত্রের জন্মদিন সার্টিফিকেটে লিখতেন সেই বিষয়টি তুলে ধরেন। পরে সাংবাদিকদের সাথেও এ নিয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগের আমলে স্কুলের রেজিস্ট্রেশনে ছাত্রদের জন্ম তারিখ শিক্ষকরাই বসিয়ে দিতেন। জন্ম তারিখ সহজে মনে রাখার জন্য তারা পহেলা জানুয়ারি জন্ম তারিখ রাখতেন। আজ এ কারণেই আমার সাতজন সচিব চলে যাচ্ছেন। অথচ এটা কারোরই প্রকৃত জন্মতারিখ নয়। আসল জন্মতারিখ হলে তারা ভিন্ন ভিন্ন সময়ে অবসরে যেতো আর আমাদের এতোগুলো সচিব একবারে বিদায় নিতো না।