কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে বাল্য বিবাহ নির্মূলে উপজেলার গুরুত্বপূর্ন ব্যাক্তিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার বাস্তবায়নে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে ও নবযাত্রা উপজেলা জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন সাংবাদিক আশেক মেহেদী, লিডাসের উপজেলা সমন্বয়কারী সুলতা সাহা প্রমুখ। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বাল্য বিবাহ নির্মূলে উপজেলার গুরুত্বপূর্ন ব্যাক্তিদের সাথে আলোচনা পরামর্শ ও গনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নবযাত্রা প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে।
পূর্ববর্তী পোস্ট