কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম, আজিজুর রহমান। মেডিকেল টেকনোলোজিস্ট শেখ মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপার সৈয়েদ মিজানুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাসের অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নীচে নামিয়ে আনা। ভিটামিন এ প্লাস অপুষ্ঠিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং মৃত্যুর ঝুকি কমায়। আগামি ১১ জানুয়ারী থেকে উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
পূর্ববর্তী পোস্ট