নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ সাতক্ষীরা জেলা পর্যায়ের শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাধন কুমার দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহামুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আগত ৭৯ টি বিষয়ে প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ এর বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন ক্রীড়া প্রতিযোগিতায় ভদ্র কান্ত শাহা, সংগীত বিষয়ক মাজাহার আলী, মঞ্জুরুল হক, আবু আফফান রোজ বাবু, চৈতালী মূখার্জি ও রতœা। নিত্য বিষয়ক প্রতিযোগিতায় শাম্মি আক্তার, নাহিদা পারভীন পান্না।
চিত্রাংকন ও কুঠির শিল্প/বিজ্ঞান যন্ত্র বিষয়ক উম্মে মুসলিমা, শুভেন্দু কুমার দাশ। শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় আসাদুজ্জামান, চায়না ব্যানার্জি, পল্টু বাশার, মনিরুজ্জামান ছট্টু, মাওলানা এহসানুর রহমান। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা আগামী ১৯ জানুয়ারী খুলনা সরবকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
সাতক্ষীরায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট