-নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই মামলায় আলিপুরের গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সে জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আলিপুরের সাইফুল্লাহ মোস্তাকিমের ছেলে রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা। এর আগে চাঞ্চল্যকর এই মামলায় জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। সাদিক তার জবানবন্দিতে জানিয়েছিল, অক্টোবরের ২২ তারিখে তার সাথে শ্যামনগরে মামুনের দেখা হয়। মামুন তাকে ডেকে নিয়ে মিথুন এর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে ফেন্সিডিল খেয়ে বিকাশের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মামুন দুই তিন দিন পর সাতক্ষীরায় এসে আলিপুর বাজারের কাছে একত্রিত হয়। সেখানে সাদিক, সাইফুল, দ্বীপ, মামুন, আশিক, মোস্তফা এবং মোহন একত্রিত বসে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মোস্তফা দুইটা পিস্তল এর ব্যবস্থা করে দেয়। ৩১ অক্টোবর ছিনতাইয়ের পর মোস্তফা ৩ লাখ টাকা ভাগ পায় বলে সাদিক তার জবানবন্দিতে জানিয়েছিল। তবে বৃহস্পতিবার আদালতে দেওয়া গোলাম মোস্তফার জবানবন্দি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই মামলায় ব্যাংকার মোস্তফা গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট