কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দীনের (৭২) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বাদ জুমআ সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নেতৃত্বে এস.আই আনোয়ারসহ একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদ জুমআ নলতা শরীফ শাহী জামে মসজিদে জানাজা শেষে সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মুক্তিযোদ্ধা বদর উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা বদর উদ্দীন কারিকর উপজেলার নলতা শরীফের মৃত মেনাজউদ্দীন কারিকরের ছেলে।
পূর্ববর্তী পোস্ট