আশাশুনি ডেস্ক: জন্মভূমি সাতক্ষীরায় সংবর্ধিত হলেন সরকারের জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। এসময় তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। এজন্য প্রত্যেক শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশকে ভালবাসতে হলে জাতির পিতা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে ভালবাসতে হবে। কিছু কু-চক্রী মানুষ নিজেদের স্বার্থে সমাজে বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে। এসব ব্যক্তির থেকে দুরে থেকে দেশ সেবায় সামনের দিকে ব্রতী হতে হবে। আমাদের ছেলে-মেয়েদের সঠিক ইতিহাস শেখাতে হবে। তাহলে তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জ্ববিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলে দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে।
শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জনপ্রশাসনের সচিব শেখ ইউসুফ হারুন।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন না হলে আমরা বাঙালি পরিচয় দিতে পারতাম না। তাই মুক্তিযোদ্ধাদের সন্মান দেখতে হবে। স্বাধীনতার সুফল ভোগ করতে হলে মাদক থেকে দুরে থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ করে দিতে হবে। শিক্ষিত জাতি গড়তে হলে মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল, সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবজাল হোসেন, পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকাইনা, আশাশুনি সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার প্রমুখ।
দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও দরগাহপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ লেয়াকাত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল। দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার তত্বাবাধায়ক আলহাজ্ব শেখ হান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাফেজ মনিরুল ইসলাম মনি। এছাড়া জনপ্রশাসনের সচিব শেখ ইউসুফ হারুন, দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা ও দরগাহপুর রহমানিয়া জামে মসজিদ পরিদর্শন করেন। সর্বশেষ তিনি পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
পূর্ববর্তী পোস্ট