তালা প্রতিনিধি :
জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল চারটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জামায়াতের সভাপতি রহমান রেন্টু।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় তালা ইউনিয়ন এবং খলিলনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এ খেলায় তালা ইউনিয়ন ৩-২ গোলে খলিলনগর ইউনিয়নকে পরাজিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।