শ্যামনগর প্রতিনিধি : ঐতিহ্যাবাহী বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত সোমবার সকাল ১১ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ বাবু অনিমেষ কুমার হালদার, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সামাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃণাল কান্তি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তায়জুল ইসলাম। বিদায়ী বেদনাশ্রু পাঠ করেন বিদায়ী ছাত্রী নুরজাহান। বক্তব্যের পূর্বে স্কুলের পাক্ষ থেকে সকল বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে একটি স্কেল ও একটি ফাইল সহ স্কুলের নাম লিখিত মনোগ্রাম প্রদান করা হয়। এছাড়া অতিথিদের ফুলের তোড়া ও বিদায়ী ছাত্রছাত্রীদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। পরিশেষে বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ফরেষ্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব রেজাউল করিম। প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের ৩টি শপথবাক্য পাঠ করান। শপথগুলো হচ্ছে দেশের ক্ষতি ও নিজের ক্ষতি করব না, আমরা অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করব, দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ অবশ্যই পালন করিব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক অমিত কুমার বিশ্বাস।