কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় ৩১৭ বস্তা নিম্নমানের চাল আটক । ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন । জানাযায়,মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা সুপার মার্কেট থেকে ৩১৭ বস্তা নিম্নমানের চাল ট্রলি যোগে সাতক্ষীরা নিয়ে যাওয়ার সময় দেবহাটা সখিপুর লাইট হাউজ সংলগ্ন সাতক্ষীরা – কালিগঞ্জ সড়কে এ চাল আটক হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন । বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুল্লা খানের পুত্র শহিদুল ইসলাম (৪২)কে ভ্রাম্যমাণ আদালতে ১০হাজার টাকা জরিমানা করেন।
দেবহাটায় নিম্নমানের চাল আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পূর্ববর্তী পোস্ট