স্বনামধন্য নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ওই স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘যারা ইসলাম ধর্মকে বড় করতে গিয়া বাঙালীর নিজস্ব সংস্কৃতিতে অ্যালার্জি প্রকাশ করছিলেন আর যারা বাঙালী জাতীয়তাকে মহান বানাইতে গিয়া ইসলাম ধর্মে অ্যালার্জি তুলে ধরছিলেন বছরের পর বছর, উভয়েই আমাদের আজকের দুরবস্থার জন্য দায়ী। একদল বোরখার বিরুদ্ধে লাগে, আরেকদল ছবি বা ইমেজ বা ভাস্কর্যের বিরুদ্ধে লাগে।
এই দুই দলকেই বিনীতভাবে বলবো আপনারা একটু ইতিহাস ঘাইটা দেখেন কেনো এতো বাঘা বাঘা নেতা থাকার পরও দেশটা বঙ্গবন্ধুর হাতেই স্বাধীন হইতে হইলো । বঙ্গবন্ধুর চেয়ে বড় সেকুলার নেতা তো ছিলো, তাঁর চেয়ে বড় ধার্মিক নেতাওতো ছিলো। সবাই যেটা পারলো না, সেটা উনি কেমনে পারলেন?
এই প্রশ্নের উত্তরের মধ্যেই খুঁইজা পাবেন কেমনে আমাদের এই দুই পরিচয়রে ডিল করতে হইবো।’
‘তাই, আসেন এই সব লাগালাগি বন্ধ করেন। এই বাংলাদেশ আপনাদের কোনো ক্যাম্পেরই একছত্র অধিকারে যাবে না। বাঙালী পহেলা বৈশাখেও যাবে, ঈদের জামাতেও যাবে! যার মনে যা চায়। কথা সিম্পল।’
‘এইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । এইখানে বোরখা, টুপি, ধুতি, সিঁদুর, ক্রস, মসজিদ, মন্দির, সিনেমা, থিয়েটার, ইমেজ, আমেজ সব থাকবে! সবাই যার যার সীমানার মধ্যে স্বাধীনতা আর সম্মান নিয়া থাকবে।’
‘একজন আরেকজনের সীমানায় ঢুইকা জোর কইরা অন্যরে নিজের বিশ্বাস আর রুচি গেলানোর চেষ্টা করবেন না! এই বাংলায় এই ‘চুদুর বুদুর’ চইলতো ন।’