নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাতক্ষীরা জেলা পুলিশ। বিশেষ করে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে মোস্তাফিজুর রহমানের যোগদানের পর হতে এ তৎপরতা শুরু হয়। ইতিমধ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে পৌছে দিয়েছে পুলিশ। শুধুমাত্র জানুয়ারি মাসেই ৯৬ চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছেন
এ বিষয় সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন বলেন, আমরা জানুয়ারি মাসে ৯৬টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছি। প্রতিদিন এ ধরনের অভিযোগ আসছে সে অনুযায়ি আমরা মোবাইল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।
পূর্ববর্তী পোস্ট