মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ (GSIDP) থেকে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের পক্ষে আনুলিয়া ইউনিয়নে একাধিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্ধকৃত ১৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার চত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। এ সময় প্রধান অথিতি শম্ভুজিৎ মন্ডল অধ্যাপক ডা: অ ফ ম রুহুল হক এমপির পক্ষে বিছট মার্কাস জামে মসজিদ সংস্কারে বরাদ্ধকৃত ৬ লক্ষ টাকার চেক , ঘাষ্টিয়া সার্বজনীন দূর্গা মন্দির সংস্কারে ৪ লক্ষ টাকার চেক, মনিপুর -ভোলানাথ ঈদগাহ সংস্কারে ৩ লক্ষ টাকার চেক, এপিএস কলেজের মাঠ সংস্কারে ৩ লক্ষ টাকার বরাদ্ধকৃত চেক স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন। আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল আলম ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আশাশুনি রিপোটার্স ক্লাব সহ-সভাপতি তোষিকে কাইফু। যুবলীগ নেতা ইসমত তোহা লিংকন এর পরিচালনায় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, যুবলীগ নেতা শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা মহসিন আলম, ছাত্রলীগ নেতা আছাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন
পূর্ববর্তী পোস্ট