ডেস্ক রিপোর্ট : মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় একশত মুজিব তোরণ নির্মাণ করা হবে। একই সাথে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান দেয়াল পত্রিকা ও স্মরণিকা প্রকাশ করবে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত হবে মুজিব সুভ্যেনীর।
রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পর্যালোচনার পাশাপাশি উল্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট