বিনেদন সংবাদ: গত ১৫ জানুয়ারি বেশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল ইমন-ববিকে নিয়ে নতুন ছবির মহরত। এর পরদিন হয় ছবির একটি গানের শুটিং। তারপর কিছুটা বিশ্রাম। অনেকে ছবিটির ভবিষ্যৎ নিয়েও প্রকাশ করেছেন শঙ্কা।
তবে সেসব শঙ্কা উড়িয়ে এবার শুটিংয়ে নামছেন ইমন-ববি। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা’-এর দৃশ্যধারণ।
পরিচালক সৈকত নাসিরের পরিকল্পনা মাসব্যাপী।
প্রথমে চলবে ১০ দিন শুটিং। এরপর পাঁচ দিনের বিশ্রাম দিয়ে টানা কাজ করে এর দৃশ্যধারণ শেষ করবেন।
এই নির্মাতা বলেন, ‘‘এখন আমার ‘ক্যাসিনো’ ছবির ডাবিং চলছে। এটি দ্রুতই শেষ করে ‘আকবর’ ছবির কাজ করবো। যেহেতু ছবিটিতে পুরনো ঢাকার চিত্র উঠে আসবে, তাই এর শুটগুলো এই শহরেই হবে।’’
এদিকে পরিচালক জানালেন, ইমন-ববি ছাড়াও বেশ কয়েকজন তারকা এতে যুক্ত হয়েছেন। তারা হলেন, ‘গহীন বালুচর’-খ্যাত আবু হুরায়রা তানভীর, শহীদুজ্জামান সেলিম ও অমিত হাসান।
এ প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘এ চরিত্রগুলোও খুবই গুরুত্বপূর্ণ। চরিত্রগুলোর জন্যই তাদের খুব প্রয়োজন ছিল।’রণক ইকরামের গল্পে ‘আকবর’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবুর ও আসাদ জামান। এবারই প্রথম জুটি বাঁধলেন ইমন ও ববি।
পূর্ববর্তী পোস্ট