অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিনের এ সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ‘ফার্স্ট লেডি’ মেলানিয়াকে নিয়ে দিল্লিতে পৌঁছাবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ট্রাম্পের এই ভারত সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহর ধোয়া-মোছা ও রং করার কাজ শুরু হয়ে গেছে।
ভারত সফরের প্রথম দিন আহমেদাবাদে কয়েক ঘণ্টা সময় কাটাবেন ট্রাম্প। সেজন্য আহমেদাবাদকে সাজাতে খরচ করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আহমেদাবাদের প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল ও মোটেরা পর্যন্ত সড়কে চলাচল করবেন। সেই পথকে সজ্জিত করা ও ট্রাম্পের মাথায় ফুল ছিটানোর জন্য ব্যয় করা হচ্ছে প্রায় ৪ কোটি রুপি।
আহমেদাবাদ মিউনিসিপাল করপোরেশন ও আহমেদাবাদ আর্বান ডেভলপমেন্ট অথরিটি শহরের সাজসজ্জা ও ফুল ছিটানোর এই দায়িত্ব পালন করছে।