নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল খননে স্বচ্ছতা, খালপাড়ের স্লব প্রোটেকশন নিশ্চিত করা, কোন প্রকার বর্জ্য খালের পানিতে না ফেলে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের আহবায়ক হারুন খান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা সভাপতি এড. ফাহিমুল হক কিসলু।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর , সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম,রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদীআলী সুজয়, সায়েম ফেরদৌস মিতুল।
পথসভায় বক্তারা বলেন, প্রাণ সায়র খাল পুর্নখননে স্বচ্ছতা, জবাব দিহিতা নিশ্চিত করা করতে হবে। খাল খননের পর দুই পাড়ে স্লব প্রোটেকশন নিশ্চিত করতে হবে। খাল রক্ষায় পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কিন্তু পৌরসভা এ বিষয়ে উদাসীন রয়েছেন। অবিলম্বে বক্তারা পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে প্রাণ খাল রক্ষার দাবি জানান।
পূর্ববর্তী পোস্ট