ডেস্ক রিপোর্ট: কোচিং সেন্টার বন্ধের সরকারি নিদর্শনার পরে ও সাতক্ষীরায় বুনিয়াদ কোচিং সেন্টার পুরো দমেই চলছিল। হঠাৎ গোপন সূত্রে এ খবর জানতে পারে নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আজহার আলী ।সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাজির হন। সরেজমিনে দেখতে পান বহু ছাত্রের উপস্থিতি। বুনিয়াদ কোচিং সেন্টার এর পরিচালক নুরজাহান। তিনি বিষয়টিকে নিজের দোষের বলে অভিহিত করেছেন। তিনি অারও বলেন বিষয়টি আইন পরিপন্থী। ম্যাজিস্ট্রেট তাদের সতর্ক করেন এবং পরবর্তীতে এরকম কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে অভিহিত করেছেনএছাড়া শহরে চলমান প্রতিটি কোচিং সেন্টারে এ পরিদর্শন পরিচালনা করবেন বলে অভিহিত করেছেন
পূর্ববর্তী পোস্ট