নিজস্ব প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে নান্দনিক হস্তাক্ষর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। শ্রেণি ভিত্তিক বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন সংগীত শিল্পী মঞ্জুরুল হক, আবু আফফান রোজ বাবু, শামিমা পারভীন রত্না, শহীদুল ইসলাম, শ্যামল কুমার। চিত্রাংকন প্রতিযোগিতা ও নান্দনিক হস্তাক্ষর লেখায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান মিল্টন, আব্দুস সবুর, ুদপক কুমার মৃধা, নাজমুস শাহাদাৎ মন্টি, মনিরুজ্জামান ছট্টু। সমগ্র প্রতিযোগিতার সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনার চত্বরে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
পূর্ববর্তী পোস্ট