সাহিত্য ডেস্ক: আগামী দিনের প্রকৃত পাঠকের কথা ভেবে, শিশু-কিশোরদের মনের খোরাক জোগাতে দীর্ঘদিন ধরে লিখছেন কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী। এবার মেলায় এসেছে তার শিশু-কিশোর জন্য গল্পগ্রন্থ ‘শালিকবুড়ো ও ফড়িং’। বইটি প্রকাশ করেছে ডাংগুলি। বইটিতে রয়েছে ১২টি মজার ও আকর্ষণীয় গল্প। সঙ্গে রয়েছে নান্দনিক অলংকরণ। নিয়মিত জাতীয় পত্রিকায় শিশু-কিশোরদের জন্য লেখা বাবলু ভঞ্জ চৌধুরীর এটি তৃতীয় গ্রন্থ।
বাবলু ভঞ্জ চৌধুরী বলেন, ‘বাংলা সাহিত্যের অধিকাংশ লেখকই শিশু-কিশোর সাহিত্যে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তাঁদের অনেকেই দায়বোধ থেকে এ-কাজটি করেছেন। অন্যদিকে সারাজীবন শিশু-কিশোরদের জন্যই লিখেছেন এমন লেখকের দৃষ্টান্তও কঠিন নয়। তাঁদের প্রত্যেকেই সফল হয়েছেন এ-কথা বলা সহজ নয়। কেননা শিশুদের মনস্তত্ত্ব এক ধরনের আবার কিশোরদের মন অন্য ধরনের। বয়স অনুসারে তাদের মন উপযোগী সাহিত্য তাই খুব বেশি নেই। আমি শিশু-কিশোরদের মন-মানস উপলব্ধি করে সাহিত্য রচনার চেষ্টা করি।’
শালিকবুড়ো ও ফড়িং’ বইটির মূল্য ১৬০ টাকা। মেলার শিশু চত্বরের ৭৬৬ নম্বর স্টলে এবং বইটির একমাত্র পরিবেশক কলি প্রকাশনীর ৩১৯, ৩২০, ৩২১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বাবলু ভঞ্জ চৌধুরী বলেন, বর্তমানে অধিকাংশ কিশোর-কিশোরী খুব যান্ত্রিক হয়ে উঠছে। অনেক কিশোর স্কুল থেকে ফিরে ঘরবন্দি জীবন পার করছে। তাদের কল্পনার জগৎ হয়ে যাচ্ছে বর্ণহীন, তাদের জগতটা উজ্জ্বল করতে বই হতে পারে সহায়ক। সততা, নৈতিকতা আর আপসহীনতার বীজ তাদের মনে বপন করতে হয়, বস্তুত এ কাজটি করতে পারে শিশু-কিশোর সাহিত্যের বই।