নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের লেখা কবিতার বই ‘নিরন্তর প্রতীক্ষা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটায় সাতক্ষীরা জজশিপ আয়োজিত প্রকাশনা উৎসবে এ মোড়ক উন্মোচন করা হয়। জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম,জে গোলাম আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মণ্ডল, মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।
মুখ্য আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমান, বিচারিক হাকিম বিলাস কুমার মণ্ডল, বিচারিক হাকিম রাজীব কুমার রায়, রাকিবুল ইসলাম, একলাছ মোমিন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আকম রেজোয়ান উল্লাহ সবুজ প্রমুখ।
বক্তারা আরও বলেন, তিনি বিচারক হিসেবে যেমন একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি তার লেখা কবিতাও তিনি মানবিক সমাজের জন্য ‘নিরন্তর প্রতীক্ষা’র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার কবিতায় সাবলীল ভাষায় জীবনের সুক্ষ্মাতিসুক্ষ্ম অনুভূতিগুলো মূর্ত হয়ে ধরা দিয়েছে। তিনি বিচারক হিসেবে প্রতিনিয়ত সমাজের যে অসঙ্গতি, দুর্দশা ও বেদনা আদালতের চার দেয়ালে বসে দেখতে পান তা থেকে মুক্ত হয়ে সাধারণ মানুষের জীবন যেন সুখের হয়, সুন্দর হয় সেই প্রত্যাশা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবি শেখ মফিজুর রহমানের লেখায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, মানুষ ও মানবিকতাই মূখ্য চরিত্র হয়ে ধরা দিয়েছে।
বক্তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে একজন বিশিষ্ঠ কবি হিসেবে তার লেখা বিভিন্ন কবিতার বিশেষত্ব তুলে ধরেন। একই সাথে বিচার কার্য পরিচালনার পাশপাশি মননশীল বিভিন্ন কবিতা লেখার জন্য তাকে উৎসাহিত করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যেষ্ট বিচারিক হাকিম ইয়াসমিন নাহার।
অনুষ্ঠানে কবির ‘নিরন্তর প্রতীক্ষা’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন, ইয়াসমিন, অ্যাড, এখলেচার ও মন্ময় মনির।