কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সোমবার দুপুরে গনপাঠাগার ও সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শনে আসেন তিনি বলেন, পুথিগত বিদ্যার বাহিরে শিক্ষার্থীদের ভাল ভাল লেখকদের বই পড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উপজেলার সরকারি খাল গুলো খনন প্রয়োজনে তালিকা তৈরী করতে হবে। প্রত্যেক ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে কবরস্থান তৈরীর জন্য জায়গা নির্ধারণ করতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ক্ষণগননা জাকজমকপূর্ণ ভাবে করতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনূস চিশতি, কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দ দুলাল, বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহসীন আলী, বিষ্ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওবায়দুর রহমান, মৌতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রশান্ত কুমার প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট