তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট অন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলপ্রাপ্ত হতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২৫ হাজার ৭৪৫ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) এবং বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইল (resume@brac.net) করার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ২৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম