কে এম রেজাউল করিম : দেবহাটা উপজেলার হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জিসার্পের আর্থিক সহযোগিতায় রুপান্তরের বাস্তাবায়নে উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরন (পিস কনসোর্টিয়াম) প্রকল্পের আওতায় সকাল ১০ঘটিকায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল বেকারত্ব ও কর্মহীনতাই তরুণদের উগ্রপস্থার দিকে ধাপিত করে” ও “পারিবারিক বন্ধনই উগ্রপস্থা প্রতিরোধের প্রধান রক্ষাকবচ” এই ২টি বিষয়ের উপর ৮৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে ৪টি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে ৫ জন করে ৪টি গ্রুপে মোট ২০ জন বক্তব্য প্রদান করেন, বাকি ছাত্র ছাত্রীরা সহায়ক হিসেবে কাজ করেন। ২ জন বিচারক ও ১ জন মডারেটরের দায়িত্ব পালন করেন। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ইয়ূথ ক্লাবের সদস্যবৃন্দ পিস কনসোর্টিয়ামের প্রকল্পের কর্মকর্তা মোঃ তহিদুজ্জামান (তহিদ)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা বিষয়ে কার্যক্রম অব্যহত থাকতে হবে।“শান্তির স্বপক্ষে তরুণÑ যুবরা ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানকে সামনে নিয়ে পিস কনসোর্টিয়াম প্রকল্প সাতক্ষীরা জেলাব্যাপী একটি অহিংস ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। কারণ আমাদের সমাজ থেকে সহিষ্ণুতা ও সহনশীলতা কমে যাচ্ছে। হিংসা-দ্বেষ বাড়ছে। উগ্রতা ছড়াচ্ছে কিশোর-কিশোরী, তরুণ-যুবদের মাঝে। তারা বিভ্রান্ত হচ্ছে। হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে। উগ্রবাদ চরমপন্থার কবলে পড়ে ‘মানব বোমায়’ পরিনত হয়ে ধ্বংস করছে, ধ্বংস হচ্ছে। এই পরিস্থিতিতে একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে সম্প্রীতি গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্প আয়োজন করছে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ-যুবদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলেই কেবল উগ্রতা, সহিংসতার বিপরীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হবে। প্রতিযোগিতার শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট