পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানামুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করা হয়। সকাল ৭টায় নুরনগর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তৃতা কালে বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবনীর আলোকপাত করেন। অত্র ইউনিয়নের ৩৯টি মসজিদের ঈমাম সাহেবদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন রামজীবনপুর মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদ। অন্যদিকে প্রত্যেকটি মসজিদে ঈমাম সাহেবদের নেতৃত্বে যোহরবাদ মুসুল্লিগনের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মুনির আহমেদ,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল করিম, ইউপি সচিব আবু হেনা, মুফতি ফজলুর করিম, মাওঃ আব্দুল মজিদ প্রমুখ। এছাড়া নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে সভাপতি জি এম হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মুনির আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হয়। নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শামীম আহমেদ এর সার্বিক পরিচালনায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির প্রথম ভাগ উদযাপন করা হয়।
পূর্ববর্তী পোস্ট