কে এম রেজাউল করিম :করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমেছে বাংলাদেশ আওয়ামীলীগ দেবহাটা উপজেলা শাখা । দেবহাটা উপজেলার বিভিন্ন অলিতে-গলিতে সচেতনতামূলক লিফলেট প্রচার করছে সংগঠনটি।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করলেও সংগঠন হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় লিফলেট প্রচার করে মানুষের সহায়তা করতে এগিয়ে আসলো দেবহাটা উপজেলা আওয়ামীলীগ ।
দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসা উচিত। এটা কারো একার সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যা। দেবহাটা উপজেলাবাসীকে করোনাভাইরাস রোধ ও সচেতন করতে এবংএকই সঙ্গে কিভাবে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায় সে বিষয়ে সচেতনতামূলক লিফলেট প্রচার করছি।’
তিনি আরো বলেন, দেশের এই সমস্যায় বাংলাদেশ আওয়ামীলীগ বসে থাকতে পারে না। ইতিমধ্যে সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা লিফলেট মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছে । যেকোনো প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষ থেকে টিম প্রস্তুত করা হচ্ছে যারা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সরকারি খান বাহাদুর আহছাউল্লা কলেজ ছাত্র লীগের সভাপতি মিঠু খান, ছাত্র লীগ নেতা নাসির প্রমুখ ।