প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়েছে। শনিবার ২৮ মার্চ ২০২০ সকাল ১১ টা থেকে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন, কলারোয়া উপজেলার জয়নগর ও যুগিখালী ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌর এলাকার কাটিয়া ঝুটিতলায় দলিত আদিবাসী ও নি¤œ আয়ের মানুষের মধ্যে ৩৪০ পরিবারকে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, প্রকৌশলী আবেদুর রহমান, সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর প্রমুখ।
এসময় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, সাতক্ষীরা জেলার ৪৩ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। করোনার পরিস্থিতির কারণে তারা কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দশ হাজার দলিত আদিবাসী ও নি¤œ আয়ের মানুষের মধ্যে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ১ সপ্তাহের মধ্যে আমরা বিতরণ সম্পন্ন করবো। ২০০০ সালে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা যেভাবে সহায়তা করেছেন। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে গরিব অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।