প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর এলাকায় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়েছে। শনিবার ২৮ মার্চ ২০২০ সকাল ১১টায় সাতক্ষীরা পৌর এলাকায় ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কাটিয়া ঝুটিতলায় দলিত আদিবাসী ও নি¤œ আয়ের ৪০ পরিবারকে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু বলেন, করোনার পরিস্থিতির কারণে তারা কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দশ হাজার দলিত আদিবাসী ও নি¤œ আয়ের মানুষের মধ্যে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০০০ সালে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা যেভাবে সহায়তা করেছেন। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে গরিব অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানান।