নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু বলেছেন, বিশ^ব্যাপী মহামারি আকার ধারণকারী করোনা থেকে নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে অবশ্যই ঘরে থাকতে হবে। সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দেওয়া যাবে না, সময় কাটানোর অযুহাতে অনেকে চায়ের দোকানে বা ফাঁকা স্থানে এক সাথে বসা যাবে না। ত্রাণের জন্য বাইরে আসা যাবে না। সরকার উদ্যোগ নিয়েছে ত্রাণ অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে যাবে। সুতরাং ত্রাণের জন্য বাইরে ছুটাছুটি না করে ঘরে অবস্থান করুন, ত্রাণ আমরাই ঘরে পৌছে দেবো।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বচকরা জামে মসজিদের সভাপতি শরিফুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
খান এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় ও আফছার উদ্দীন আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক রনি, পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান শিবলু,মহিলা সম্পাদিকা আয়েশা সিদ্দিকা, পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, আক্তারুল ইসলাম, অতুল কুমার ঘোষ, আবু সেলিম, মিঠু রুবেল প্রমুখ। এসময় করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পেয়াজ প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট