ভিন্ন স্বাদের খবর: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করেছেন শেরপুরের ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিন। ঘর মেরামতের জন্য দুবছরের জমানো ওই টাকা কর্মহীন মানুষের সহায়তায় দান করেন তিনি।
মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় এলে তার হাতে এ টাকা তুলে দেন নজিমুদ্দিন।
অসহায়দের সহায়তায় নিজের তিলে তিলে জমানো সব টাকা দান করার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে শেরপুরের সেই ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিনকে প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি উপহারের ঘোষণা দেওয়া হয়।
জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ এসেছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ভিক্ষার ১০ হাজার টাকা।
ওই টাকা তিনি কোভিড-১৯ মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। টাকাটা তিনি ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য দেন।