নিজস্ব প্রতিনিধি : ইট ভাটার আগুনে পুড়ে ঝলসে গেছে দুই পা। ঝলসে গেছে ডান হাতের কিছু অংশ। আর সেই আগুনে পুড়ে ছাই হয়েছে মেহেদী হাসানের বুক ভরা স্বপ্ন। স্বপ্ন নিয়েই উপার্জনের উদ্দেশ্যে গত ৬ মাস পূর্বে বরিশালের একটি ভাটায় শ্রমিক হিসেবে কাজ যান সাতক্ষীরা সদর উপজেলা দেবনগর গ্রামের আব্দুল আজিজের পুত্র মেহেদী হাসান। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে এলো তার জীবনে। গত ১৪ এপ্রিল ২০২০ ভাটায় কাজ করার সময় ভাটার ওয়াল ভেঙে উত্তপ্ত বালুতে পড়ে যায় সে। যে কারণে দুই পায়ের চামড়া উরু পর্যন্ত পুড়ে যায়। উপার্জিত টাকা যা ছিল তাও শেষ। তার ঘরে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার একমাত্র আয়েই চলে মেহেদী হাসানের সংসার।
ডাঃ ইকবাল মাহমুদ বর্তমানে মেহেদী হাসানের চিকিৎসা করছেন। তিনি জানান, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এটা ভাল হতে অনেক সময় লাগবে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
এদিকে বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবের সারা বিশ^ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। এই মুহুর্তে অসহায় হয়ে পড়া শ্রমিক মেহেদী হাসান দিশেহারা হয়ে পড়েছেন। তার সুচিকিৎসায় আর্থিক সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার। প্রয়োজনে মোবাইল ০১৭৭৩২৪৫১৯৪(বিকাশ নং)।
পূর্ববর্তী পোস্ট