কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে দুই ব্যাক্তিকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গবার দুপুর ১২ টার দিকে উত্তর কালিগঞ্জ বাজারে শাহীন ফিস ও শামছু ফিসের মালিক সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত শেখ আবু মুছার ছেলে ছামছুল হক (৪৫) ও কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে শাহীনুর (৩২) অপদ্রব্য পুশকালে হাতে নাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আব্দুল হাসেমের নেতৃত্বে উপ-পরিদর্শক নিয়াজ মুহাম্মাদ খান, বাবুল আক্তার ও প্রকাশ ঘোষসহ সঙ্গীয় মাছের ঘরে হানা দিয়ে ফিটকারী, ভিজানো চিড়া, ক্ষতিকারক সরঞ্জামসহ ও পাঁচ ব্যাক্তিকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহমেদ মাছুম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপদ্রব্য মিশ্রিত ৩৬ কেজি বাগদা চিংড়ি, সাড়ে ৫ কেজী চিড়া, দুই‘শ ৫০ গ্রাম ফিটকারী, ৫ টি সিরিন্সসহ ব্যবহারিত সরঞ্জামা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। পরে স্বাক্ষ্য প্রামণের ভিত্তিতে মাছ ও মাছ জাতদ্রব্য (পরিদর্শন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮৩ এর ১০ ধারায় শাস্তিযোগ্য অপরাধে শাহীনুর ও ছামছুল হক প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দ্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ, ফিল্ড সুপারভাইজার উজ্জল অধিকারী, দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো প্রধান এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু।
পূর্ববর্তী পোস্ট