আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার লক্ষ্যে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরের জিরো পয়েন্টে উক্ত আলোচনা সভাি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশী সিএন্ডএফ এজেন্টের পক্ষে ওপারে দেড় হাজার ট্রাক ভর্তি কাাঁচা মালসহ বিভিন্ন পন্য রপ্তানির অপেক্ষায় আটকে থাকা মালামাল জিরো পয়েন্টে লোড আনলোডের প্রস্তাব দেয়া হয়। ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষে বিষয়টি শুনে আগামী সপ্তাহে ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আশ^স্ত করা হয়। এ সময় বাংলাদেশী ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমানরে নেতুত্বে ৭ জন ও ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষে সভাপতি কান্তি দত্ত ও সাধারন সম্পাদক জয়দেব সরকারের নেতৃত্বে ৮ জন অংশ নেন।
এ ব্যাপারে ভোমরা শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ জানান, ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনে অফিস খোলা রয়েছে। অফিসিয়াল কার্যক্রমও চলছে।##
পূর্ববর্তী পোস্ট