শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে সুশীলন বাস্তবায়নে ১৯৬ টি শিক্ষা প্রতিষ্টানর ৩১৪০৫ জন শিক্ষাথীর মাঝে এক কালিন মাথাপিছু ৩২ প্যাকেট বিস্কুট বিতরন করা হয়েছে। গত ৯মে থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের পুষ্টি চাহিদা পূরণে বিস্কুট বিতরণ অব্যহত রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বখাদ্য কর্মসূচি কর্তৃক প্রদত্ত গাইড লাইন প্রতি পালন সাপেক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নে এ কার্যক্রম নেওয়া হয়। ২০১৫ সাল থেকে সাতক্ষীরা জেলার ৫টি (শ্যামনগর, আশাশুনি, কলারোয়া, তালা ও কালিগঞ্জ) উপজেলায় দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চলমান ছিল । কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমণ এর ব্যাপক বিস্তারের জন্য ১৬ মার্চ ২০২০ ইং তারিখ থেকে বাংলাদেশ সরকার সমগ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার শিক্ষার্থীর মাঝে বিস্কুট বিতরণ কার্যক্রমও তাই সাময়িকভাবে স্থাগিত হয়। এতে প্রকল্প এলাকার শিশুরা বিদ্যালয়ে আসতে না পারায় এবং বিস্কুট না পাওয়ায় কাঙ্কিত পুষ্টি থেকে বঞ্চিত হতে থাকে। শিশুরা তাদের প্রাপ্তি বিস্কুট থেকে যাতে বঞ্চিত না হয় এবং বাড়ি বসে পুষ্টি পেতে পারে সে জন্য
সরকারের এই মহতী উদ্যোগকে এলাকার অভিভাবক ও সচেতন মহল স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
পূর্ববর্তী পোস্ট