কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ডেঙ্গু ও ঘুণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের পরিচালনায় প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ মতাতম তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান,, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সিসহ সকল ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আমাদের সকল ধরণের প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে দূর্যোগকালিন সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা মাঠে থাকবে। আশ্রয় কেন্দ্রসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুতি রাখাতে হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে চেয়ারম্যানবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ও প্রয়োজনীয় ঔষুধপত্র প্রস্তুতি রাখবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ত্রাণ শাখা খাদ্য সরবরাহের জন্য প্রস্তুতি রাখা হবে। জরুরী সকল প্রয়োজনের একটি কন্ট্রোলরুম খোলা থাকবে। চেয়াারম্যানবৃন্দ দূর্যোগের প্রস্তুতি বিষয়ে জনসাধারণকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করবে।
পূর্ববর্তী পোস্ট