প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে ।তারি ধারাবাহিকতায় আজ সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে বিনা মূল্যে শাক সবজি বিতরণ করা হয়। আজ ১৭মে,রবিবার ,২০২০ সকল থেকে মামুন এর মাধ্যমে ৫০পরিবার, সুলতানপুর নুরুল হক এর মাধ্যমে ২৫ পরিবার, এম.বেলাল হোসাইনের মাধ্যমে ৫০পরিবার, লিটু এর মাধ্যমে পুরাতন হাসপাতালে পাশে ২০পরিবার, মাওয়া চাইনিজ এর পাশে ৩০পরিবার, পাপা এর মাধ্যমে ১০পরিবার, ডাক্তারের এর মাধ্যমে ০৬পরিবার, ইশতিয়াক এর মাধ্যমে ৫০পরিবার, মিল্টন এর মাধ্যমে সুলতান পুর ৬০পরিবার, মহাদেব এর মাধ্যমে ২৬পরিবার, শাহীন এর মাধ্যমে মুন্সি পাড়া ৫০পরিবার, আনার এর মাধ্যমে ৫০পরিবার, রানা এর মাধ্যমে জর্জকোট পিছনে ২০ পরিবার , ময়না এর মাধ্যমে ২৫পরিবার, হান্নান এর মাধ্যমে মাগুরা ৫০ পরিবার, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৮৯৯ দুই আইটেমর শাক-সবজি সহ মোট ১৪২১ পরিবারকে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে প্রায় ১৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি তুলে দেওয়া হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট